শবে বরাতের ফজিলত - শবে বরাতে করনীয় ও বর্জনীয়

Tech Bangla IT
By -
0

 শবে বরাতকে বলা হয় ক্ষমার রাত। সাধারণত সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত অর্থাৎ লাইলাতুল বরাত বলা হয়ে থাকে। সারা বিশ্বের মুসলিমের কাছে এই রাতটি খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রাত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অনেক গুলো হাদিস থেকে জানা যায় যে এই রাতটি মুসলিম

উম্মার কাছে



খুবই তাৎপর্যপূর্ণ।

সাধারণত হাদিস থেকে জানা যায় যে আল্লাহতালা এই রাতে তার সকল বান্দাকে ক্ষমা করে দেয় শুধু যারা আল্লাহ তায়ালার সাথে শিরক করে এবং যারা বিদ্বেষ পোষণ করে সাধারণত তাদের ব্যথিত। তাহলে আমরা শবে বরাত কে ক্ষমার রাত হিসেবে বিবেচনা করতেই পারি। বর্তমান সময়ে যে সকল মুসলিম রয়েছে সাধারণত তারা শবে বরাত অনেক আনন্দের সাথে এবং ইবাদাত বন্দেগীর সাথে পালন করে থাকে।

শবে বরাতে কোন ধরনের ইবাদত গুলো করতে হবে সাধারণত এই সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে। অনেকেই বলে থাকে যে এই রাতে বেশি বেশি নফল ইবাদত করতে হবে অর্থাৎ নফল সালাত আদায় করতে হবে। আল্লাহতায়ালার জিকির করতে হবে এবং পরের দিনে রোজা পালন করতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই রাত থেকে অবহেলা করে অন্যান্য সকল রাতের মতো কাটিয়ে থাকে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!